
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: বিএনপির ওপর কোনো আওয়ামী লীগের নেতা-কর্মী হামলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ।
সোমবার ১৯ সেপ্টেম্বর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সহযোগী সংগঠনের নেতাদের যৌথ সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি যে বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় আনতে চাইছে, তা আওয়ামী লীগ কোনোদিন হতে দেবে না। নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনীতির মাঠ ততই উত্তপ্ত হয়ে উঠছে। বিএনপি’র সভা-সমাবেশকে ঘিরে হামলা এবং সংঘর্ষের ঘটনাও ঘটছে।
এ সময় ওবায়দুল কাদের তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বেসরকারি টেলিভিশনগুলো আওয়ামী লীগের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেরে গেলে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতা তথা বাংলাদেশই হেরে যাবে। বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার কোন নির্দেশ আওয়ামী লীগ দেয়নি।