চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

গণমাধ্যম কর্মীদের উপর হামলা ও লুটের প্রতিবাদে মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহক অধিকার সংরক্ষণ পরিষদের মানবন্ধনের খবর সংগ্রহের সময় হামলার শিকার হয়েছেন দৈনিক মানবজমিন ডিজিটালের রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ ও দৈনিক ইত্তেফাকের রিপোর্টার হাসিব পান্থ। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের নেতৃত্ব হামলার সময় ছাত্রলীগের নেতারা জয় বাংলা স্লোগান দিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারী ও সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের উপর হামলা চালায়। সাংবাদিক ও মানববন্ধনে অংশগ্রহণকারীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড.রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুলহক নুর। এক যৌথ বিবৃতিতে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড.রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুলহক নুর বলেন,”পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা ধারাবাহিক হামলার শিকার হচ্ছেন। অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে দেশজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলার মাধ্যমে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে।” নেতৃদ্বয়, প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অনতিবিলম্বে হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতার করার দাবি জানান।

Labaid
BSH
Bellow Post-Green View