চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রশ্নফাঁসের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন আটকে থাকার পর আজ শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম/ভোকেশনাল) মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০জন। এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সচেতনতার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  তিনি আরও বলেন, যারাই গুজব বা প্রশ্নফাঁসের সাথে কোনোভাবে এবং প্রশ্নফাঁসের সাথে অনৈতিককাজে কোনোভাবে সংশ্লিষ্ট থাকবেন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।