চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুক্তরাষ্ট্র ও কানাডার বাজার থেকে পাঁচ লাখ গাড়ি প্রত্যাহার করছে হোন্ডা

জাপান ভিত্তিক প্রসিদ্ধ গাড়ি নির্মাতা কোম্পানি হোন্ডা যুক্তরাষ্ট্র ও কানাডার বাজার থেকে পাঁচ লাখ গাড়ি প্রত্যাহার করছে। সিট বেল্টে সমস্যার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, হোন্ডার গাড়িগুলিতে সিট বেল্টের নকশায় ত্রুটি আছে যা কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে হোন্ডা গাড়ির মালিকদের জন্য একটি গুরুতর নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে।

সিট বেল্টগুলি একটি গাড়ির প্রাথমিক সুরক্ষার উপাদান, সিট বেল্টগুলি সঠিকভাবে বাঁধা না হলে এটি গাড়ি দুর্ঘটনায় আঘাতের ঝুঁকি বাড়ায়। এমনকি গাড়ির এয়ারব্যাগগুলিকে ট্রিগার হতে বাধা দিয়ে থাকে।

হোন্ডার সিটবেল্ট ইস্যুতে প্রত্যাহার করা গাড়ি গুলোর মধ্যে রয়েছে ২০১৭ থেকে ২০২০। এর মধ্যে সর্বোচ্চ বিক্রীত সিআরভি, ২০১৮ এবং ২০১৯ সালে বিক্রীত অ্যাকর্ড মডেলের গাড়ি, ২০১৮ থেকে ২০২০ এ বিক্রীত অডিসি, ২০১৯ সালের ইনসাইট। এছাড়া ২০১৯ ও ২০২০ সালে বিক্রি হওয়া অ্যাকুরা আরডিএক্স মডেলের গাড়িও প্রত্যাহার করছে হোন্ডা।