চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বেনাপোলে হঠাৎ শক্তিশালী বোমা বিস্ফোরণ

KSRM

বেনাপোলে নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিসের ভিতরে শক্তিশালী বোমা বিষ্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে ভবনের দেয়ালে ফাটল ধরেছে। উড়ে গেছে অফিসের সাটার। বোমার আগুনে পুড়ে গেছে অফিসে থাকা সকল ফার্নিচার। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ৮জুন ভোর সাড়ে ৪ টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

Bkash July

ভবনের মালিক হাবিবুর রহমান সরদার বলেন, লিটন রহমান নামে এক ব্যক্তি তার মার্কেটের এই ঘরটি ভাড়া নিয়ে নিউ আলিফ নামে ট্রান্সপোর্ট ব্যবসা পরিচালনা করে আসছিল।

হঠাৎ আজ ভোর সাড়ে ৪ টার দিকে অফিসের ভিতর বোমা বিস্ফোরিত হলে আশেপাশে আতঙ্কের সৃষ্টি হয়। লোকজন ছুটি আসে। যেকোন সময় দেয়াল ধসে পড়তে পারে। ফায়ার সার্ভিসের গাড়ি এসে বোমার আগুন নেভাতে সক্ষম হয়।

Reneta June

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল ভুইয়া বলেন, ভোরের দিকে বেনাপোল ছোট আচড়া মোড়ে নিই আলিফ ট্রান্সপোর্ট অফিসের ভিতরে বোমা বিস্ফোরিত হয়েছে। বোমার আঘাতে ভিতরে থাকা সব কিছু পুড়ে গেছে। বোমা শক্তিশালী হওয়ায় ফাটল ধরেছে মার্কেটের দেয়ালে। বোমা অফিসের ভিতরেই রাখা ছিল। প্রচণ্ড গরমে সেটা বিস্ফোরিত হয়েছে বলে তিনি ধারণা করছেন। তবে এ সময় হতাহতের কোন ঘটনা ঘটেনি। বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রান্সপোর্টর মালিক লিটন রহমানকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

যশোহর প্রতিনিধি

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View