চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চিকিৎসাধীন ২ জনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন চিকিৎসাধীন সাতজনের মধ্যে দুইজনের শরীরে ৮০ শতাংশ পুড়ে গেছে।

তিনি বলেন: হেড ইনজুরি ও রক্তক্ষরণে বেশি মানুষ মারা গেছে।

মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গুলিস্তানের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের ইমার্জেন্সি সিস্টেমে মেসেজ পেয়ে সব ডাক্তার স্টাপ চলে এসেছে, চিকিৎসা দিচ্ছে। এখানে জায়গার অভাব হলে বার্ন ইনস্টিটউট, মিডফোর্ডে রোগী নিয়ে যেতে পারবো, সেখানে ব্যবস্থা করে রাখা হয়েছে।

তিনি বলেন: কেউ কেউ পুড়ে গেছে। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন সাতজনের মধ্যে দুই জনের শরীরের ৮০% পুড়ে গেছে। বাইরের লোক অনেক চলে আসছে তাই চিকিৎসা দেয়া কিছুটা কঠিন হচ্ছে। আগে চিকিৎসা দেই এরপর তালিকা দেয়া হবে কে কোথায় আছে।

সবাইকে সতর্ক থাকতে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন: এত বড় বিস্ফোরণ কি জন্য হলো তা তদন্তের পর জানা যাবে।