চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চলে গেলেন ‘হ্যারি পটার’ খ্যাত তারকা লেসলি ফিলিপস

KSRM

‘হ্যারি পটার’ খ্যাত বরেণ্য ব্রিটিশ অভিনেতা লেসলি ফিলিপস মারা গেছেন। লন্ডনে নিজ বাসায় ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৯৮ বছর।

লেসলির স্ত্রী জারা যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানকে বলেন, ‘আমি দারুণ একজন স্বামীকে হারালাম। আর মানুষ হারিয়েছে সত্যিকারের একজন শোম্যানকে। তিনি জাতীয় সম্পদ ছিলেন। কিন্তু মানুষ হিসেবে খুবই সাধারণ ছিলেন। মানুষ তাকে ভালোবাসতেন।’

Bkash July

১৯৮৭ সালে মঞ্চের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন লেসলি। পরের বছরই চলচ্চিত্রে নাম লেখান। ১৯৫৭ সালে জিন কেলির মিউজিক্যাল ফিল্ম ‘লেস গার্লসে’ অভিনয় করে সকলের নজর কাড়েন। ১৯৫৯ এবং ১৯৬০ সালে ‘ক্যারি অন নার্স’, ‘ক্যারি অন টিচার’ এবং ‘ক্যারি অন কনস্টেবল’-এ অভিনয় করেন লেসলি ফিলিপস।

পরবর্তীতে উচ্চমানের কমিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন লেসলি। ‘ভেনাস’ সিনেমায় অভিনয় করে লেসলি ফিলিপস দারুণ প্রশংসা কুড়ান। এজন্য অস্কারসহ বেশ কিছু পুরস্কার প্রতিযোগিতা নমিনেশন পান।

Reneta June

‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজিতে সটিং হ্যাটে কণ্ঠশিল্পী হিসেবে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View