নরওয়েজিয়ান আর্লিং হালান্ড যখন মনে করবেন ম্যানচেস্টার সিটিতে তার সময় শেষ হয়েছে তখন ক্লাব ছেড়ে যেতে পারবেন। সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার রয়েছে। দুর্দান্ত ফর্মে থাকা ব্লুজদের ফরোয়ার্ডের মূল্য এক বিলিয়নের বেশি যা কোন ক্লাব দিতে চাইবে না। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন তার এজেন্ট রাফায়েল পিমেন্তা।
‘আমি স্বাধীনতার পক্ষে। এটাই আমার কাজ। যখন কোন খেলোয়াড় ক্লাবে যায়, শর্তগুলো যেন তার পক্ষে থাকে সেভাবেই সবকিছু করার চেষ্টা করি। এমন হতে পারে আজ ভালো লাগলেও কাল ভালো লাগছে না, বা ভালো বেতন পাচ্ছেন না অথবা তার স্ত্রী এখানে থাকতে চায় না। তখন সে চলে যাবে তাই তো? খেলোয়াড়েরা স্বাধাীনভাবে সিদ্ধান্ত নিতে না পারলে আমার ভালো লাগে না। গত ২৫ বছর ধরে আমি এভাবেই কাজ করছি। কেউ একথা বলতে পারবে না, কেউ যেতে চাইলে তা হয়নি।’
‘আমার কাছে তার মূল্য এক বিলিয়নের বেশি। এমন সম্ভবনা নিয়েই সে ক্লাবে এসেছিলো। সমর্থক, গোল, ফলাফল, পেশাদারিত্ব, ডিজিটাল কনটেন্ট, স্পন্সর সবকিছুর সমন্বয় করলে এমনই হবে।’
‘প্রকৃতপক্ষে একজন খেলোয়াড়ের মূল্য ক্লাব ঠিক করে। আমি জানি কেউ ই একজন খেলোয়াড়ের জন্য ৭০০ মিলিয়ন দিতে চাইবে না। কিন্তু এটা স্পষ্ট হালান্ড যে মূল্য যোগ করেছে তা অনেক, প্রায় এক বিলিয়ন।’ এমনটাই বক্তব্য পিমেন্তার।

ইংলিশ প্রিমিয়ার লিগে এসেই দুর্দান্ত ফর্মে আছেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৭ ম্যাচে ৩১ গোল করেছেন। মৌসুমের অর্ধেকেই ভেঙ্গেছেন বেশ কয়েকটি রেকর্ডও।