চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উড়ন্ত ফর্মের সময়টাতে নরওয়ে জার্সিতে নেই হালান্ড

গ্রোয়েনে চোট সমস্যায় নরওয়ের ক্যাম্প ছাড়তে বাধ্য হলেন তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের সঙ্গে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ম্যানচেস্টার সিটিতেও তাকে নিয়ে শঙ্কা জেগেছে। সিটিতেই তার চিকিৎসা চলছে।

নরওয়ে জাতীয় দলের ডাক্তার ওলা স্যান্ড জানিয়েছেন, ‘আমরা মনে করেছিলাম ছোট ইনজুরি যা শনিবারের মধ্যে ঠিক হয়ে যাবে, কিন্তু গতকাল পরীক্ষার পর নিশ্চিত হয়েছি সে স্পেন এবং জর্জিয়ার বিপক্ষে খেলতে পারবে না। এটা ভালো যে তার ক্লাবেই চেকআপ চলছে।’

‘খেলতে পারবে না এটা শোনার পর আর্লিং বিষয়টিকে কঠিনভাবে নিয়েছে। সৌভাগ্যবশত, পয়েন্ট আনার জন্য আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস-মেধা এবং সংযোগ রয়েছে। আমরা একবিন্দুও ছাড় দিতে রাজি নই, তবে শনিবার ও বুধবারের জন্য আমাদের প্রস্তুত হতে হবে।’ ইউরো ২০২৪ বাছাইপর্বের পরিকল্পনার বিষয়ে নরওয়ের কোচ স্টেল সলব্যাকেন বলেছেন এভাবেই।

২২ বছর বয়সী নরওয়ে তারকা হালান্ড ইংলিশ প্রিমিয়ার লিগে এমৌসুমে দুর্দান্ত খেলছেন। ইপিএলে এপর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল করে অনেক রেকর্ড ভেঙেছেন। ১২ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জার্মান জায়ান্ট বায়ার্নের বিপক্ষে প্রথম লেগে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে হালান্ডের ম্যানসিটির।