চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বকেয়া লভ্যাংশের দাবিতে গ্রামীন টেলিকম ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বকেয়া লভ্যাংশ প্রদানের দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে গ্রামীন টেলিকম ট্রাস্ট রংপুর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (১১ মার্চ) রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশে বক্তৃতা করেন ট্রাস্টের সাবেক দিনাজপুর এরিয়া ম্যানেজার শাহাদাত হোসেন, সাবেক সহযোগি আঞ্চলিক কর্মকর্তা রুহুল আমিনসহ অন্যরা।

বক্তারা বলেন, ৪ থেকে ৮ বছর ধরে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা চাকরি করলেও শ্রম আইন অনুযায়ী প্রতি বছর লভ্যাংশের শতকরা ৫ ভাগ টাকা তাদের পরিশোধ করা হয়নি। এ নিয়ে কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে একাধিকবার জানানো হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বক্তারা অবিলম্বে তাদের বকেয়া লভ্যাংশের টাকা পরিশোধের জন্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনুসের প্রতি দাবি জানান।

Labaid
BSH
Bellow Post-Green View