
ইভিএম দিয়ে কোনভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, নির্বাচন ব্যবস্থাকে নিজেদের কুক্ষিগত করতেই সরকার ইভিএম এনেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বিকল্প স্বেচ্ছাসেবক ধারার প্রায় শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিকল্প স্বেচ্ছাসেবক ধারার সভাপতি আবুল বাশার ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন বাবুর নেতৃত্বে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা যোগ দেন দলটিতে।
জিএম কাদের বলেন, বর্তমানে আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প খুঁজছে জনগন। বিকল্প হিসেবে আসন্ন নির্বাচনের ৩০০ আসনে প্রার্থী দেয়ার সক্ষমতা একমাত্র জাতীয় পার্টিরই আছে।