মঙ্গলবার কলকাতায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দ। তার আগে মুম্বাইয়ের বাড়িতে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। এখন কেমন আছেন অভিনেতা? জানালেন গোবিন্দ নিজেই।
অভিনেতা এক অডিও বার্তায় বলেন, ‘নমস্কার, প্রণাম। আমি গোবিন্দ। আপনাদের সকলের আশীর্বাদ আর মা-বাবার আশীর্বাদে আর গুরুজির কৃপাতে আমার গায়ে যে গুলি লেগেছিল তা বের করে নেওয়া হয়েছে। আমি এখানের ডাক্তাদের ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সকলের প্রার্থনা কাজে এসেছে।’
মঙ্গলবার সকালে গোবিন্দকে গুলিবিদ্ধ অবস্থায় ক্রিটি কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোর পৌনে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। মুম্বাই পুলিশ নিশ্চিত করেছে, গোবিন্দ ভালো আছেন এবং আঘাতটি গুরুত্বর নয়।
গোবিন্দের ম্যানেজার এএনআইকে জানিয়েছেন, ‘কলকাতা যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় গোবিন্দ তার লাইসেন্স করা রিভলভারটি আলমারিতে রাখতে গিয়েছিলেন। এসময় হাত ফসকে সেটি পড়ে যায় এবং পায়ে গুলি লাগে।’
এদিকে আহত গোবিন্দাকে দেখতে হাসপাতালে হাজির হন কাশ্মিরা। তিনি সম্পর্কে গোবিন্দের ভাগ্নে কৃষ্ণার স্ত্রী। বহুদিন ধরেই ঝামেলা দুই পরিবারের। তবে এই বিপদের দিনে ঝামেলার কথা মাথায় না রেখে দূরত্ব কমালো দুই পরিবার।
সূত্র: হিন্দুস্তান টাইমস








