চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করতে লাগবে সরকারি নিবন্ধন

KSRM

কিন্ডারগার্টেনসহ সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি নিবন্ধন নিয়ে পরিচালনা করতে হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই সপ্তাহের মধ্যে এই নিয়ে পরিপত্র জারি করা হবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনে আয়োজন করা সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

Bkash

এতে বলা হয়, জানুয়ারির পরে নিবন্ধন ছাড়া কোনো প্রাথমিক বিদ্যালয় চলতে পারবে না। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে পরিপত্র জারি করা হবে। শুক্রবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন হবে বলেও সংবাদ সম্মেলনে বলা হয়।

সাক্ষরতা দিবসের এবারের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’। এক মাসের মধ্যে প্রাথমিকে বৃত্তির পরিবর্তে উৎসাহভাতা দেওয়ার পদ্ধতি নির্ধারণ করা হবে বলেও জানানো হয়।

Reneta June

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও সচিব ফরিদ আহাম্মদ এবং অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View