চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুদ্ধ থামাতে না পারলে বিশ্ব অর্থনীতির পঙ্গু অবস্থা ঠেকানো কঠিন: বিশ্বব্যাংক

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আগামী দিনে বিশ্বব্যাংকের চরিত্র বদলে ফেলার পরামর্শ দিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। বিশেষ করে ডলার শক্তিশালী হয়ে আমদানি নির্ভর অর্থনীতির ভাঙা কোমর সোজা রাখতে ঋণের পাশাপাশি অনুদান বৃদ্ধির প্রস্তাব দেন তিনি। প্লেনারী অধিবেশনে ব্রিটেন উডস সংস্থার অন্যতম আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, যুদ্ধ থামাতে না পারলে বিশ্ব অর্থনীতির পঙ্গু অবস্থা ঠেকানো কঠিন হবে।