ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করতে চান দক্ষিণী সুপারস্টার রাম চরণ। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
সম্প্রতি ইন্ডিয়া টুডের এক সাক্ষাৎকারে রাম চরণকে জিজ্ঞেস করা হয়েছে, এমন কোনো চরিত্র আছে কিনা যাতে অভিনয় করতে চান তিনি। অভিনেতা বলেন, ‘খেলাধুলার সাথে সম্পর্কিত যে কোনো চরিত্রে অভিনয় করতে চাই।’ এরপর তাঁকে বিরাট কোহলির বায়োপিক করার পরামর্শ দেয়া হলে অভিনেতা বলেন, ‘দারুণ! তিনি আমাদের অনুপ্রেরণা। সুযোগ পেলে এই চরিত্রে কাজ করতে চাই। কারণ, আমরা অনেকটা একই রকম দেখতে।’
সাক্ষাৎকারে রাম চরণ জানিয়েছেন, তার প্রিয় বলিউড তারকা হলেন সালমান খান। জানিয়েছেন সালমানের সঙ্গে তাঁর প্রথম দেখা হওয়ার স্মৃতি। সালমান খানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে।
গতকাল সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম ওয়ান ডে ম্যাচ চলাকালীন বিরাট কোহলিকে আপন মনে ‘নাটু নাটু’ গানে নাচতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে ভারতের গানের অস্কার জয় উদযাপন করতেই খেলার মাঠে ‘নাটু নাটু’র স্টেপ দিয়েছেন বিরাট।

সূত্র: পিঙ্ক ভিলা