চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কালরাতের সাক্ষী যারা

২৫ মার্চ, ১৯৭১ এর রাতে পুরো ঢাকা শহরে কারফিউ জারি করা হয়। পাকিস্তানি সামরিক জান্তা ঢাকার রাস্তায় নেমে পড়ে। সেই রাতে, কালরাতে, নির্বিচারে গণহত্যা শুরু করে পাকিস্তানি সেনা। ‘অপারেশন সার্চলাইট’ নামের এই অপারেশন পাকিস্তানি সামরিক বাহিনীর অন্যতম ভয়ঙ্কর এক হত্যাযজ্ঞ ছিল। এই রাতে ঢাকার বিভিন্ন স্থানে হত্যা করা হয় বহু মানুষ। আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় ঘরবাড়ি, দোকানপাট। সেই ধারাবাহিকতায় ২৬শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী পুরনো ঢাকার শাঁখারিবাজারে ব্যাপক হত্যাকান্ড চালিয়েছিল। হানাদাররা এ পাড়ার অর্ধশতাধিক লোককে হত্যা করে ও আরও বহু মানুষকে আহত করে। চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেছেন গণহত্যার দিনটি যারা দেখেছিলেন। যারা বলেছেন সেই রাতের বীভৎসতার কথা। যারা সাক্ষী হয়েছিলেন মানব ইতিহাসের জঘণ্যতম এই নারকীয় হত্যাকান্ডের। যাদের অনেকেই হারিয়েছেন তাদের প্রিয়জন, পরিবার।