চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

গাজীপুর সিটি নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে ৪৮০টি কেন্দ্রের মধ্যে ৪০০টি কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মে) রাত পৌনে ১টার দিকে এ ফল জানানো হয়। সর্বশেষ ফলাফলে দেখা যায়, টেবিল ঘড়ি মার্কায় জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৪৫৫ ভোট, আর নৌকা মার্কার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৮৬৪ ভোট।

কোনোধরণের বড় অনিয়ম ও অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই শেষ হয়েছে ভোটগ্রহণ। তবে ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুনের (টেবিল ঘড়ি) ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

Bkash July

সিটি কর্পোরেশনের ৪৮০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩৩৩ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী আছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সিটির ৫৭টি ওয়ার্ডে এই নগরের এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছে ১৮ জন।

Labaid
BSH
Bellow Post-Green View