চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাকিব পারেননি, বাদ পড়ল তার দলও

সিপিএল-২০২২

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) টানা দুই শূন্য ইনিংসে বাজে শুরু পেয়েছিলেন সাকিব আল হাসান। মুদ্রার অপর পিঠ দেখিয়েছেন পরের দুই ম্যাচে। অলরাউন্ডিং পারফর্মে দুবার হয়েছেন ম্যাচসেরা। কিন্তু নক আউট পর্বে এসে ফের ধুঁকেছেন, টানা দুই হারে আসর থেকে ছিটকে গেছে তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সও।

দ্বিতীয় কোয়ালিফায়ারে জ্যামাইকা তালাহওয়াশের কাছে ৩৭ রানে হেরেছে সাকিবের দল। ব্যাটে-বলে নিষ্প্রভ ছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক। ১ অক্টোবরের ফাইনালে বার্বাডোজ রয়্যালসের মুখোমুখি হবে রোভম্যান পাওয়েলের জ্যামাইকা।

প্রথম কোয়ালিফায়ারে বার্বাডোজের কাছে ৮৭ রানে হেরেছিল গায়ানা। বোলিংয়ে ২২ রানে ১ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে ২ বলে ১ রান করেছিলেন সাকিব। জ্যামাইকার বিপক্ষেও পারেননি তিনি। বল হাতে ৩ ওভারে ৩০ রান দেয়ার পর ব্যাটিংয়ে নেমে করেন ৬ বলে ৫ রান। ২২৭ রানের লক্ষ্যে তার দল থামে ৩৭ রান পেছনে, ১৮৯তে।

প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে বাজে শুরু পায় জ্যামাইকা। ১ রানে কেনার লুইস ফেরার পর আরেক ওপেনার ব্রেন্ডন কিং থাকেন তিন ওভার পর্যন্ত। পরের দৃশ্যপটে নায়ক সামারাহ ব্রুকস। ৫২ বলে ৭ চার ও ৮ ছক্কায় ১০৯ রান করেন তিনি। শেষদিকে ১৫ বলে ইমাদ ওয়াসিমের ৪১ রানের ক্যামিওতে ২২৬-এ পৌঁছায় জ্যামাইকা।

বল হাতে ইনিংসের দ্বিতীয় ওভারে এসে সাকিব দেন ৬ রান। এরপর ১৫তম ওভারে দেন মাত্র ৩ রান। কিন্তু ১৭তম ওভারে ব্রুকসের তোপে পড়েন। ৩ ছক্কাসহ হজম করেন ২১ রান। পরে সাকিবকে আর বোলিংয়েই আনেননি শিমরন হেটমায়ার। ৪ ওভারে ৪৩ রান খরচে ২ উইকেট পেয়েছেন রোমারিও শেফার্ড।

বড় লক্ষ্যে নেমে গায়ানা উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। স্পিনে প্রতিপক্ষের রানের চাকার নাগাল টেনেছিলেন ইমাদ ওয়াসিম। ৪ ওভারে ২৫ রান খরচায় ২ উইকেট নিয়েছেন এ অলরাউন্ডার। তিনে নেমে ১৩ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন শাই হোপ।

চারে নামা সাকিব করতে পেরেছেন ৫ রান। কিমো পলের ৩৭ বলে ৫৬ রান ও শেষ দিকে ওডেন স্মিথের ১৪ বলে ২৪ রান দলটির হার রুখতে পারেনি। নির্ধারিত ওভার শেষে গায়ানা থেমেছে ৮ উইকেট হারিয়ে ১৮৯ রানে।

এবারের সিপিএলে ৬ ম্যাচে ১৪৪.৬১ স্ট্রাইক রেটে সাকিব করেছেন ৯৪ রান। বোলিংয়ে ৭.১৭ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। সাউথ আফ্রিকান স্পিনার তাবরিজ শামসির বদলি হিসেবে গায়ানাতে নাম লেখান সাকিব। শুরুর দুই ম্যাচে তিন উইকেট পেলেও রান করতে পারেননি। পরের দুই ম্যাচে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে হয়েছেন টানা দুই ম্যাচে সেরা।