চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গ্যাস-বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান

মহামারী করোনা আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অনেক বেশি। এ পরিস্থিতিতে গ্যাস-বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংকট নিয়ে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, লোডশেডিংয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দেয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে বলা হয়েছে, প্রয়োজনে অফিস সময় পরিবর্তন করা যায় কী না তা ভাবা হচ্ছে। আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না। বিয়েসহ অন্য অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার আহ্বান জানানো হয়েছে।