চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বৃহস্পতিবার সকালে ‘গার্গি’, সন্ধ্যায় ‘পাপ পুণ্য’

২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। ৯ দিনব্যাপী উৎসবের ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনভর চলবে চলচ্চিত্র প্রদর্শনী। এরমধ্যে সকালে দর্শক দেখতে পারবেন গেল বছরের আলোচিত তামিল ছবি ‘গার্গি’। এদিন সন্ধ্যায় দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পাপ পুণ্য’।

উৎসবে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে মনোনীত ‘গার্গি’ দেখানো হবে রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে দর্শক ছবিটি দেখতে পারবেন।

Bkash July

‘গার্গি’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের তারকা অভিনেত্রী সাই পল্লবী। ক্রাইম থ্রিলার জনরার এই ছবিটি পরিচালনা করেছেন গৌথম রামাচন্দ্রন এবং হরিহরণ রাজু।

অন্যদিকে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পাপ পুণ্য’ নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচি অনুযায়ি ‘বাংলাদেশ প্যানারোমা’য় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।

Reneta June

‘পাপ পুণ্য’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এছাড়াও এই সিনমোয় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, আফসানা মিমি, মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল প্রমুখ।

‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’- প্রতিপাদ্যকে সামনে রেখে গেল শনিবার (১৪ জানুয়ারি) পর্দা উঠে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের! এবারের উৎসবে উদ্বোধনী ছবি ছিলো বাংলাদেশের নির্মাতা ফাখরুল আরেফীন খানের ‘জেকে ১৯৭১’।

৯ দিনব্যাপী এই আয়োজনে ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র স্থান পেয়েছে। ভেন্যু হিসেবে এবারও রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স।

এবারের উৎসবে বাংলাদেশ প্যানারোমায় ‘পাপ পুণ্য’ ছাড়াও স্থান করে নিয়েছে হাওয়া, দামাল, বিউটি সার্কাস, সাঁতাও, দেশান্তরসহ মোট ৯টি ফিচার সিনেমা। ‘ওয়াইড অ্যাঙ্গেল’ বিভাগে ১১টি সিনেমার মধ্যে রয়েছে ‘ওরা ৭ জন’ ও প্রামাণ্যচিত্র ‘দুর্বার গতি পদ্মা’।

এ বছর রেট্রোস্পেকটিভ বিভাগে দেখানো হচ্ছে বিশ্ব চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ফরাসি অতর চলচ্চিত্র নির্মাতা ফ্রাসোয়াঁ ত্রুফোর ৪টি চলচ্চিত্র। এরমধ্যে আছে ‘দ্য ফোর হান্ড্রেড ব্লোজ, কনফিডেনশিয়ালি ইওরস, জুলে এ জিম এবং দ্য লাস্ট মেট্রো।

Labaid
BSH
Bellow Post-Green View