গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগামী বাসের ধাক্কায় রিক্সাভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: উপজেলা রনয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের ভ্যান চালক শাহজাহান আলী (৫৯) ও ভ্যান যাত্রী পৌর এলাকার বোয়ালিয়া গ্রামের শেখ ফরিদ (২৩)।
স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ শহর থেকে ফেরার পথে বগুড়ামুখী যাত্রীবাহী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দু’জন নিহত হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুন্নবী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়ার সময় বাসটি আটক করা হয়েছে এবং এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।