চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘পাঠান’র রেকর্ড ভেঙ্গে দ্রুততম ৫০০ কোটি ‘গদর ২’!

KSRM

হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটি আয়ের রেকর্ড গড়ল ‘গদর ২’। মাত্র ২৪ দিনে এই আয় করেছে সানি দেওলের এই ছবিটি।

চতুর্থ রবিবারে অর্থাৎ মুক্তির পর ২৪তম দিনে ‘গদর ২’ ভারতের বাজারে ব্যবসা করেছে ৮.৫০ কোটির। প্রথম সপ্তাহে এই ছবির আয় ছিল ২৮৪.৬৩ কোটি। দ্বিতীয় সপ্তাহে আয় হয়েছিল ১৩৪.৪৭ কোটি। তৃতীয় সপ্তাহে ৬৩.৩৫ কোটি। এর সঙ্গে শেষ রবিবারের আয় যোগ হয়ে দাঁড়ায় ৫০১.৮৭ কোটি।

Bkash

এর আগে ৫০০ কোটি পার করতে ‘পাঠান’-এর সময় লেগেছিল ২৮ দিন। তার কিছুটা পিছনে আছে ‘বাহুবলী ২’। ৩১ দিনে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল রাজামৌলীর ছবিটি।

ভারতে সর্বোচ্চ উপার্জনকারী হিন্দি ছবির তালিকায় রয়েছে ৩ নম্বরে রয়েছে ‘গদর ২’। এক নম্বরে রয়েছে শাহরুখ খানের ছবি ‘পাঠান’। তারপরই আছে ‘বাহুবলী ২’।

Reneta June

২০০১ সালে ‘গদর: এক প্রেমকথা’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ‘গদর’ ছবিতে সানি এক শিখ ট্রাক চালক ছিলেন। ঘটনাচক্রে তিনি সাকিনার (আমিশা) সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধর্ম আলাদা হলেও সেই পরিস্থিতি তারা কীভাবে সামলেছিলেন তা দেখা যাবে ‘গদর টু’ ছবিতে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View