চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বেইজিংয়ে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক 

প্রায় ৭ বছর পর ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা আনুষ্ঠানিক বৈঠকে বসলেন। বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ব গণমাধ্যম আল এখবারিয়া টুইটারে এ বৈঠকের অংশবিশেষ সম্প্রচার করেছে। সেখানে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানকে হাত মেলাতে দেখা যায়। পেছনে প্রথাগত চীনা পেইন্টিং ও দুই দেশের পতাকা দেখা গেছে।

এর আগে দুই দেশ মার্চে নিজেদের মাঝে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার সিদ্ধান্ত নেয় এবং রমজান মাসের মাঝেই এ বৈঠকে বসার বিষয়ে একমত হন।

সম্পর্ক ছিন্নের সাত বছর পর তা পুনরুদ্ধারে পরবর্তী পদক্ষেপ হিসেবে এই বৈঠক। শিয়া ধর্মগুরু নিমর আল নিমরকে ২০১৬ সালে সৌদি আরব ফাঁসি দিলে ইরানীরা প্রতিবাদ বিক্ষোভ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সৌদি কূটনৈতিক মিশনে হামলা চালায়। এর জের ধরে সৌদি আরব ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।