চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মালয়েশিয়ার পর গ্রিস ও কম্বোডিয়াতেও খুলছে চাকরির বাজার

মালয়েশিয়ায় ৫ লাখ চাকরির বাজারের পর এবার গ্রিস ও কম্বোডিয়াতেও খুলছে চাকরির বাজার। তিন দেশেই কর্মী পাঠানোর প্রস্তাব পেয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, কর্মী সঙ্কটে ভোগা মালয়েশিয়া ও গ্রিস সরকার অবৈধ হয়ে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের বৈধতা দেওয়ারও ঘোষণা দিয়েছে।

শুক্রবার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে বৈশ্বিক জ্বালানি সঙ্কট ও নাগরিক দায়িত্ব বিষয়ক আলোচনায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানেই তিনি এসব কথা বলেন।

দেশে জ্বালানির সঙ্কট নেই জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ভবিষ্যতের কথা ভেবেই বাংলাদেশ জ্বালানি সাশ্রয় করছে।

এসময় মন্ত্রী জানান, কম্বোডিয়ার অবকাঠামো উন্নয়নে কারিগরি সহায়তাও দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।