
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দু’দিনের সফরে শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় পৌঁছেই তিনি আব্দুল মোমেনের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
তবে বৈঠক নিয়ে দু’পক্ষের কেউ কথা বলেননি। আজ পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে রবিবার (১৫ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর বেসরকারিখাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের গুলশানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডোনাল্ড লু।
এর আগে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণতন্ত্র ও মানবাধিকারসহ নানা ইস্যুতে আলোচনা হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। গ্রহণযোগ্য মতামত পেলে বিবেচনা করে দেখা হবে। তবে অন্য রাষ্ট্রের গণতন্ত্র শেখার প্রয়োজন নেই বাংলাদেশের।