চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এমবাপের চোট স্পষ্ট নয়: নাগেলসম্যাস

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তারকা কাইলিয়ান এমবাপে উরুর চোটে মাঠের বাইরে থাকবেন প্রায় তিন সপ্তাহ। এমন খবরকে ফরাসি ক্লাবটির পরিকল্পনা মনে করছেন বায়ার্ন মিউনিখ কোচ লিয়ান নাগেলসম্যান।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ১৪ ফেব্রুয়ারি বায়ার্নের বিপক্ষে মাঠে নামবে ফরাসি জায়ান্টরা। সে ম্যাচে জার্মান ক্লাবটির বিপক্ষে এমবাপেকে দেখা যাবে বলে মনে করেন বার্য়ান বস।

Bkash July

‘পিএসজি এমবাপের নির্দিষ্ট কোনো চোটের নাম উল্লেখ করেনি। এটি ফরাসি ক্লাবটির পরিকল্পনার অংশ হতে পারে।’

‘আমি মনে করি এমবাপে আমাদের বিপক্ষে মাঠে নামবেন। আসলে তার কি হয়েছে তা আমরা জানি না, তাই ধরেই নিচ্ছি সে খেলবে। পিএসজির দেয়া তথ্যমতে এমবাপে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তা স্পষ্ট নয়। এখনই বলা যাচ্ছে না চোট কতটা গুরুতর।’  শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন দাবি নাগেলসম্যানের।

Reneta June

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সাত গোল করে যৌথভাবে শীর্ষে এমবাপে। লিগ ওয়ানে নয় ম্যাচে ১৩ গোল করে দ্বিতীয় স্থানে আছেন তিনি।

বুন্দেসলিগায় শীর্ষে থাকা বায়ার্ন ১৪ ফেব্রুয়ারির পর আট মার্চ ঘরের মাঠে মুখোমুখি হবে পিএসজির।

Labaid
BSH
Bellow Post-Green View