হাফিজ রায়হান, জামালপুর প্রতিনিধি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগামী ২৪ ঘণ্টা নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। জেলার ইসলামপুর উপজেলা ডেবলাইতের প্যাচ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে ডুবে গেছে।
এছাড়া, দেওয়ানগঞ্জ,মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বেশ কিছু নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে জেলার আমন চাষিরা। তবে বন্যা মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আলমগীর হোসেন।






