চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রাজধানীর দুই এলাকায় আগুন

রাজধানীর কাপ্তানবাজারের জয়কালী মন্দির সংলগ্ন বাজারের টিনশেড ঘরে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতেও আগুন লাগে যা দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

সোমবার সকালে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

কাপ্তানবাজারে আগুন লাগে রোববার (২৬ মার্চ) দিনগত রাত ৩টা ২০ মিনিটের দিকে। পরে রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এই ঘটনার পরপরই সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৬টার পর মহাখালীতে আগুন লাগার খবর পায় তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন। পরে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাপ্তানবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে হানিফ ফ্লাইওভারের কিছু অংশ। সোমবার ভোর ৫টায় ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগুনে হানিফ ফ্লাইওভারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা পরীক্ষা করে দেখব কতটা ক্ষতি হয়েছে।

হানিফ ফ্লাইওভারের নিচে ওই অংশে দুটি শেডে সুইপারদের ৪২টি ঘর ছিল। এর মধ্যে ২০টি ঘর আগুনে পুড়ে গেছে।

মহাখালীর বস্তিতে আগুন লাগায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

Labaid
BSH
Bellow Post-Green View