চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বন্ডে বিনিয়োগ কমায় অর্থমন্ত্রীর কাছে প্রবাসীদের চিঠি

প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় সঞ্চয় অধিদপ্তরের চালু করা উচ্চ সুদের ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের বিনিয়োগ কমায় রিয়াদ প্রবাসী আওয়ামী পরিবার প্রবাসীদের পক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে চিঠি দিয়েছেন।

চিঠিতে বেশ কিছু পয়েন্টের ওপর সুদৃষ্টি কামনা করে বলা হয়েছে: ‘‘বৈধ পথে রেমিট্যান্স প্রেরনে ২.৫% প্রণোদনা একটি যুগান্তকারী সিদ্ধান্ত, এজন্য আপনাকে প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। প্রবাসী বাংলাদেশীরা অতীতে যে যত খুশী পরিমানের টাকা বা ডলারের ওয়েজ আর্নারস ডেভেলপম্যান্ট’ বন্ড কিনতে পারত। টাকার ক্ষেত্রে তা এখন তার সর্বোচ্চ এক কোটি টাকা বেঁধে দেয়া হয়েছে। তাতে উচ্চ আয়ের প্রবাসীরা অখুশী। হয়ত দেশের স্বার্থে এই পদক্ষেপ নেয়া হয়েছে। তবে রেমিট্যান্সের ওপর তার প্রভাব কতটা পড়বে তা হয়ত আপনার মন্ত্রণালয় ভেবে দেখবে।

তবে সব ক্ষেত্রেই সুদের হার কমিয়ে দেয়া হয়েছে। চক্রবৃদ্ধি সুদের সুবিধা বাতিল করা হয়েছে। তাতে এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের কাংখিত সঞ্চয়ের আয় কমে গেছে। এবং এতে সংশ্লিষ্ট অনেকেই সংক্ষুব্ধ।

প্রবাসীরা দেশে ফিরে গেলে মেয়াদান্তে এই বন্ড এর রিনিউ বা রি-ইনভেষ্ট এর সুযোগ সম্প্রতি রহিত করা হয়েছে, ফলে কেউ আর এই বন্ড রিনিউ করতে পারবে না। পূর্বে রিনিউ’ এর সুযোগ ছিল। তাতে স্বল্প আয়ের প্রবাসীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্থ ও ক্ষুব্ধ।

ভিটামাটি বিক্রি করে আসা প্রবাসীরা কষ্ট করে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে ওয়েজ আনারস ডেভেলপম্যান্ট বন্ড ক্রয় করে এই আশায় যে চাকরী শেষে দেশে ফিরে গেলে আজীবনের জন্য তাদের মাসিক একটি আয়ের পথ খোলা থাকবে। কিন্তু সরকারের এই সিদ্ধান্তে তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। স্বল্প উপার্জনের এই প্রবাসীদের না আছে কোন প্রভিডেন্ড ফান্ড, না আছে ইন্স্যুরেন্স; এর ওপর তাদের একমাত্র মাসিক সঞ্চয়ের পথটা রূদ্ধ হয়ে গেল।

জাতিসংঘের শান্তি মিশনে যোগ দেয়া সকল সদস্য, বিদেশী মিশনে কর্মকর্তা কর্মচারীরা অবসরে গেলে এই বন্ডগুলো ছিল বৈধ আয়ের কাংখিত উৎস। এখন তা রহিত হয়ে গেল।

অতএব মন্ত্রী মহোদয়, প্রবাসীরা দেশে ফিরে গেলেও ‘ওয়েজ আর্নারস ডেভেলপম্যান্ট বন্ড যেন রিনিউ (পুনঃবিনিয়োগ) করতে পারে তার সুযোগ পূনঃপ্রবর্তনের জন্য আপনার সদয় বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি।’’