চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ম্যারাডোনাকে ছাড়ানোর আসরেই বাতিস্তুতার পাশে মেসি

ম্যারাডোনাকে ছাড়িয়েছেন কয়েকদিন আগেই। এবার ছাড়ানোর অপেক্ষা বাতিস্তুতাকে। শুক্রবার সেই বন্দোবস্ত করে বিশ্বকাপে আর্জেন্টিনা জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে বাতিস্তুতাকে ছুঁয়ে ফেলেছেন লিওনেল মেসি।

লুসেইল স্টেডিয়ামে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে ওঠার আগে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ ছিল আর্জেন্টিনার খেলা। নিজেদের দুই গোলের প্রথমটি ডিফেন্সচেরা পাসে সতীর্থ মোলিনাকে দিয়ে করিয়েছেন মেসি। দ্বিতীয় গোলটি করেছেন নিজে, স্পট কিক থেকে।

সেই গোলটি দিয়েই বাতিগোল-খ্যাত গ্যাব্রিয়েল বাতিস্তুতার পাশে বসেছেন মেসি। আলবিসেলেস্তে জার্সিতে দুজনেরই এখন বিশ্বমঞ্চে ১০টি করে গোল। নক আউটে ষোলোর মঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ৮ গোল টপকে গেছেন এলএম টেন।

বিশ্বকাপে আগের আসরগুলোতে করা ৬ গোল নিয়ে কাতারে এসেছিলেন লিও। ৩৫ বর্ষী মহাতারকা এবার ৫ ম্যাচে ৪ গোল করে ফেলেছেন। বাতিস্তুতাকে ছাড়িয়ে যাওয়ার জন্য নিশ্চিতভাবেই আরেকটি ম্যাচ পাচ্ছেন। যদি ফাইনালে যেতে পারেন, তাহলে দুটি ম্যাচ পাবেন গোলসংখ্যা বাড়িয়ে নেয়ার।