চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কোয়ার্টারেই বিশ্বকাপ শেষ ব্রাজিলের

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বআসরে ইসরায়েলের কাছে হার

KSRM

আর্জেন্টিনায় বসা ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে শেষ হল ব্রাজিলের বিশ্বকাপ মিশন। শনিবার রাতে সান হুয়ান ডেল বিসেন্টেনারিও স্টেডিয়ামে ইসরায়েলের কাছে ৩-২ গোলে হেরেছে লাতিন দলটি। সেমিতে ইসরায়েলের দেখা হবে যুক্তরাষ্ট্র অথবা উরুগুয়ের বিপক্ষে।

প্রথমার্ধে কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে মার্কোস লিওনার্দো ম্যাচের প্রথম গোলটি করে এগিয়ে দেন ব্রাজিলকে। তিন মিনিট পর আনান খালাইলি গোল করে ইসরায়েলকে সমতায় ফেরান। নির্ধারিত সময়ের খেলা থাকে ১-১।

Bkash July

অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে, অর্থাৎ ৯১ মিনিটে আবারও লিড পায় ব্রাজিল। ম্যাথিউস নাসিমেন্টো বক্সের ভেতর থেকে দুজনকে কাটিয়ে গোল করেন। সেই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি সেলেসাওরা, ৯৩ মিনিটে হামজা শিবলির গোলে ফের সমতায় ফেরে ইসরায়েল।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের প্রায় শেষে ১০৮ মিনিটে গোল করে এগিয়ে যায় ইসরায়েল। গোল করেন ডর টাগারম্যান, বক্সের ভেতর তিনজনকে কাটিয়ে জয়সূচক গোলটি করেন। এতে ২০২৪ সালে অলিম্পিকে অংশ নেয়াও নিশ্চিত হল দেশটির, যেখানে আশাভঙ্গ হয়েছে ব্রাজিলের।

Reneta June

ইসরায়েলের জয়ে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ বলেছেন, ‘আমাদের যুব ফুটবল দল অসাধারণ একটি ম্যাচ খেলেছে, বিশাল একটি জয় এটি। চমৎকার দলগত পারফরম্যান্সে আমাদের জন্য সম্মান ও আনন্দ বয়ে এনেছে।’

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View