চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভূমিকম্পে হতাহতদের জন্য ১০ কোটি টাকা দিচ্ছে ফিফা

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে হতাহতদের ১০ কোটি টাকা সহায়তা দেবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফিফা ফাউন্ডেশনের মাধ্যমে সহায়তা কার্যক্রম চালানো হবে। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে।

৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার অনেক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চাপা পড়ে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৪২ হাজার। তীব্র শীত ও বাসস্থানের অভাবে ভুগছেন প্রায় ৫০ হাজার মানুষ।

২০১৮ সালে প্রতিষ্ঠিত ফিফার উইংস ‘ফিফা ফাউন্ডেশন’ ১০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি টাকা দিচ্ছে দেশ দুটিতে। তুর্কি ফুটবল অ্যাসোসিয়েশন (টিএফএফ), সিরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ) এবং স্থানীয় এনজিওর সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছে ফিফা। হতাহতদের নিত্য প্রয়োজনীয় পণ্য, জরুরি সামগ্রী, অস্থায়ী আশ্রয়ের জন্য এ অর্থ ব্যয় করা হবে।