চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

গ্রেপ্তারের আশঙ্কা ডোনাল্ড ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা করছেন, মঙ্গলবার তিনি গ্রেপ্তার হতে পারেন। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ম্যানহাটন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে পাওয়া গোপন সংবাদের মাধ্যমে এ তথ্য পেয়েছেন।

তবে ট্রাম্পের আইনজীবী জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এ ধরণের কোন তথ্য পাওয়া যায়নি। আইনজীবী বলেছেন, ট্রাম্পের গ্রেপ্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে প্রতিবাদে বিক্ষোভে নামতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে মোটা অঙ্কের টাকা দেওয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। তবে ট্রাম্প এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

Bkash July

এদিকে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে লড়তে চান ডোনাল্ড ট্রাম্প।

 

Labaid
BSH
Bellow Post-Green View