চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ইঁদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের। শনিবার সন্ধ্যায় উপজেলার টিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি একই গ্রামের নরেন্দ্রনাথের ছেলে দিপক রঞ্জন গনেশ।

তিনি নিজ জমিতে বিষ দিতে গিয়ে পাশের জমির মালিকের ফাঁদে বিদ্যুতায়িত হন।

গ্রামবাসী ও মৃতের পরিবার জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে গনেশ জমিতে বিষ ছিটাতে যান। এসময় পাশের জমির মালিক একই গ্রামের আহাদ আলীর ছেলে আকরাম হোসেনের ইঁদুর মারার জন্য গুনা দিয়ে পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে গ্রামবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি।

Labaid
BSH
Bellow Post-Green View