চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

৬০ মিলিয়নে বার্সায় রাফিনহা, জানাচ্ছেন রোমানো

দলবদলের খবর আগেভাগেই বলে দেয়ার আলাদা সুনাম আছে ফ্যাব্রিজিও রোমানোর। ইতালিয়ান সাংবাদিকের দেয়া সবশেষ খবর, বার্সার পথে হাঁটতে শুরু করেছেন লিডস ইউনাইটেড তারকা রাফিনহা। পাঁচ বছরের চুক্তিতে ৬০ মিলিয়নে দেনদরবার নিষ্পত্তি হওয়ার কথা জানিয়েছে তিনি।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে লিডসের অবনমন ঠেকাতে সেরাটা নিংড়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। ৩৫ ম্যাচে ১১ গোল ও তিন অ্যাস্টিস্ট করেছেন। ফলাফল, চেলসি থেকে ডাক আসে। চেলসি ডাকে লিডস সাড়া দিলেও সায় দেননি ২৫ বর্ষী রাফিনহা। ততক্ষণে বার্সায় মন চলে গেছে তার। কারণ ভালো আগ্রহ দেখিয়েছে কাতালান ক্লাবটি। রোমানোর তথ্যে খবর, চেলসিকে টপকে রাফিনহাকে পাওয়ার দৌড়ে অনেক এগিয়ে বার্সাই।

‘রাফিনহাকে পেতে তার বাবা এবং এজেন্ট ডেকোকে চাপ দিচ্ছে বার্সা। রাফিনহার চুক্তি প্রস্তুত। এটি পাঁচ বছরের চুক্তি। কিন্তু লিডস এখনও বার্সেলোনার প্রস্তাব গ্রহণ করেনি। আমরা সেটা দেখার অপেক্ষায় রয়েছি।’

বার্সার অর্থনৈতিক সমস্যার কথা নতুন করে কিছু বলার নেই। গত মেয়াদে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে লা লিগা শিরোপা হারাতে হয়েছে। অর্থনৈতিক দীনতা থাকলেও আক্রমণে গতি আনতে দলে নতুন ফুটবলারের বিকল্প নেই জাভি হার্নান্দেজের। তাই রাফিনহাকে দলে টানতে অর্থ ঢালতে প্রস্তুত বার্সা কোচ।

‘বার্সা শেষপর্যন্ত লিডসের সাথে চুক্তি সম্পন্ন করতে পারে কিনা তা বোঝার জন্য এই সপ্তাহটি গুরুত্বপূর্ণ। এটি ৬০ মিলিয়ন পাউন্ডের একটি চুক্তি। বার্সেলোনা ৫০ মিলিয়ন প্লাস ও অ্যাড হিসেবে আরও ১০ মিলিয়ন প্রস্তাব করেছে। তবে চেলসি এখনও আশায় আছে। দেখা যাক আলোচনা থেকে বেরিয়ে যেতে তাদের কত সময় লাগে। তবে রাফিনহা বার্সেলোনাকে প্রাধান্য দিচ্ছেন।’

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View