গ্রুপপর্ব এবং শেষ ষোলোর পর ইউরো চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকল আট দল। কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস এবং তুরস্ক।
শুক্রবার স্পেন-জার্মানি ম্যাচ দিয়ে গড়াবে কোয়ার্টারের লড়াই। ৯ ও ১০ জুলাই সেমিফাইনাল এবং ১৪ তারিখ দিবাগত রাত ১টায় ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে।
৬ গ্রুপে ভাগ হয়ে ২৪ দলের অংশগ্রহণে টুর্নামেন্টে নকআউট পর্বে উঠেছিল ১৬ দল। গ্রুপসেরা দুটি দলের পাশাপাশি তৃতীয় স্থানে এগিয়ে থাকা চার দল পরের পর্বে স্থান পেয়েছিল।
ইতালিকে ২-০ গোলে সুইজারল্যান্ড ও একই ব্যবধানে ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টারে ওঠে স্বাগতিক জার্মানি। স্লোভাকিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ২-১ গোলের জয়ে শেষ আটে পৌঁছায় ইংল্যান্ড। জর্জিয়াকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে পা দেয় স্পেন।
বেলজিয়ামের সঙ্গে একমাত্র গোলের জয়ে ফ্রান্স কেটেছে শেষ আটের টিকিট। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য থাকা ম্যাচে স্লোভেনিয়াকে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
রোমানিয়ার সঙ্গে ৩-০ গোলের অনায়াস জয়ে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে খেলছে তুরস্ক।
এক নজরে শেষ আটের প্রতিপক্ষ, সময়-সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
৫ জুলাই: স্পেন-জার্মানি, রাত ১০টা (স্টুটগার্ট অ্যারেনা)
৫ জুলাই: পর্তুগাল-ফ্রান্স, দিবাগত রাত ১টা (হামবুর্গ)
৬ জুলাই: ইংল্যান্ড-সুইজারল্যান্ড, রাত ১০টা (ডুসেলডর্ফ অ্যারেনা)
৬ জুলাই: নেদারল্যান্ডস-তুরস্ক, রাত ১টা (বার্লিন)







