চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লিভারপুলের ‘লুকানো’ পারফরম্যান্স খুঁজছেন ক্লপ

গত মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুল চলতি মৌসুমে আছে নিজেদের ছায়া হয়ে। টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়ে টেবিলের আট নম্বরে নেমেছে ইয়ূর্গেন ক্লপের দল। পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়ে শঙ্কা জেগেছে। তবে পরের মৌসুমে যেকোনো মূল্যে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে চান ক্লপ।

রোববার অ্যানফিল্ডে টেবিলের শীর্ষ দল আর্সেনালের মুখোমুখি হবে অলরেডরা। যেখানে গত ১০ বছরে জয়ের দেখা পায়নি কোচ মিকেল আর্তেতার দল। অন্যদিকে, মৌসুমের সব ব্যর্থতা ভুলে দলের ‘লুকানো’ পারফরম্যান্স খুঁজে পেতে চান অলরেডদের ৫৫ বর্ষী কোচ। মৌসুমের বাকি ম্যাচগুলোতে নজর দিতে চান।

গানারদের বিপক্ষে ম্যাচের আগে ক্লপ বলেছেন, ‘সত্যি বলতে আগে কী হয়েছে তা নিয়ে আমি চিন্তা করি না। এমনকি সেরা ছয়ে থাকা নিয়েও চিন্তা করি না। আমাদের এখন একটি করে ম্যাচ জিততে হবে এবং পর্যায়ক্রমে জয়ের ধারায় ফিরতে হবে। ঘরের মাঠে নিজেদের সেরাটা দিতে চাই। আমাদের সেরা খেলাটা কোথাও লুকিয়ে আছে, সেটি আমাদেরকেই খুঁজে বের করতে হবে।’

২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। তাদের থেকে এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে ইয়ূর্গেন ক্লপের দল।