কৃষি অনেক লাভজনক পেশা হওয়ায় এখন কৃষকের পাশাপাশি ভিন্ন পেশার মানুষও যুক্ত হচ্ছেন কৃষিতে। এতে করে বাণিজ্যিক কৃষিতে বিনিয়োগের পরিমাণ দিনকে দিন বাড়ছে। এমনি এক উদ্যোক্তা পটুয়াখালী জেলার দশমিনার জামাল হোসেন। তিনি বড় পরিসরে মাছ চাষ আর সমন্বিত ফসল উৎপাদনে অল্পদিনেই পেয়েছেন দারুণ সাফল্যের সম্ভাবনা।






