চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টায় কর্মচারী বরখাস্ত

সাইদুর রহমান পান্থ, বরিশাল প্রতিনিধি: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে শিক্ষার্থীদের করা আন্দোলনের মুখে চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ সোমবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-চারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Bkash July

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা জানায়, বরিশাল নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া সকালে মেডিসিন ওয়ার্ডে ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের সহকারি চতুর্থ শ্রেণির কর্মচারী ইফাত ওই ছাত্রীর সাথে খারাপ আচরণ করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ওই ছাত্রীর আইডি কার্ডের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় এবং দেখে নেয়ার হুমকি দেয়। এই ঘটনার বিচার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মেডিকেল কলেজ হাপাতালের জরুরী বিভাগের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করে।

বিষয়টি নিয়ে ভুক্তভোগী সুমাইয়া আক্তার বলেন, চিকিৎসা নিতে মেডিসিন বিভাগে গেলে সেখানে থাকা চতুর্থ শ্রেণীর কর্মচারী ইফাত সন্যামত আমার সাথে খারাপ আচরণ করে এবং গায়ে হাত দেয়। এ ছাড়াও ওই ব্যক্তি আমার আইডি কার্ডের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।

Reneta June

তিনি বলেন, আজ আমার সাথে ঘটেছে, পরবর্তী সময় অন্য কারো সাথে যে এমনটা হবে না তার নিশ্চয়তা কে দিবে? আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাই।

এই বিষয়ে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত ইফাতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে স্থায়ী বহিস্কার করা হবে।

Labaid
BSH
Bellow Post-Green View