ফিফা টায়ার ওয়ান ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে দুপুরে সিশেলসের মোকাবিলা করতে চলেছে বাংলাদেশ। মঙ্গলবার বিকাল ৩টা ৪৫ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হতে চলা ম্যাচটি সরাসরি সম্প্রচার কবে বিটিভি ওয়ার্ল্ড ও টি-স্পোর্টস।
প্রথম ম্যাচে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জয়ের মাধ্যমে সিরিজ নিশ্চিত করতে চায় কোচ হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও সিশেলসের মধ্যে তেমন পার্থক্য নেই। লাল-সবুজদের অবস্থান ১৯২তম, সিশেলস রয়েছে ১৯৯তম স্থানে। মাঠে এ দুদল সর্বপ্রথম ২০২১ সালের নভেম্বরে শ্রীলঙ্কায় হওয়া চার জাতি টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
জয়ের ধারাবাহিকতা রাখতে চাওয়া অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন, ‘লম্বা সময় পর টানা দুটি ম্যাচ জেতার সুযোগ আমাদের সামনে। কালকের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। আমরা জিততে চাই।’

প্রথম ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশের গোলরক্ষক আনিসুল ইসলাম জিকোকে তেমন কোন পরীক্ষার সম্মুখীন হতে হয়নি। গোলবারে মাত্র একটি শট নেয় সফরকারীরা। আজকের বাস্তবতা ভিন্ন হতে পারে।
সিশেলসের বিপক্ষে গত শনিবার ছয় মাস পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে প্রথম থেকেই পাসিং ফুটবল খেলে বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে মূলত সাদ উদ্দিনকে দিয়েই আক্রমণ শানানোর চেষ্টা করেন ক্যারবেরা। আজও একই পন্থা অবলম্বন করতে পারেন স্প্যানিশ কোচ।
ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে স্বাগতিক কোচ বলেছেন, ‘খেলোয়াড়রা সবাই জানে যে, আগের ম্যাচের চেয়ে আমরা ভালো করতে পারব। এটা মাঠে করে দেখাতে চাই। কিন্তু দিন শেষে রেজাল্টই সব। আমরা খারাপ খেলতে পারি, কিন্তু আমাদের জিততে হবে। এটাই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা খুব ভালো খেলে হারতেও পারি, কিন্তু জয়টাই গুরুত্বপূর্ণ। মানুষ মনে রাখবে কে জিতছে। আগামীকালও আমরা জিততে চাই।’
‘কালকের ম্যাচ আরও চ্যালেঞ্জিং হবে। কারণ ওরাও জেতার লক্ষ্যেই খেলবে। ফুটবলে সবাই জিততে চায়। আমার মনে হয় ওরা আরও আক্রমণাত্মক হবে। ওরা যদি বেশি সামনে এসে খেলে, তখন আমাদের পাল্টা-আক্রমণে যেতে হবে এবং এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আমি নিশ্চিত, এটি আমাদের জন্য কঠিন ম্যাচ হতে চলেছে।’
‘সাউথ এশিয়ার অন্য দলগুলোর সাথে তুলনা করলে ওরা অনেক শারীরিকভাবে শক্তিশালী। কিন্তু আমাদের জন্য নিজেদের খেলাটা খেলতে হবে। কালকে তো শূন্য থেকে শুরু করব। অবশ্যই আমরা নিজেদের খেলাটা খেলব। সিশেলস তাদেরটা খেলবে। কিন্তু আমি নিশ্চিত, আমরা আক্রমণাত্মক খেলব।’
সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় রক্ষণে সিশেলসের রয়েছে দুর্বলতা। প্রতিপক্ষ জালে বল পাঠাতে দলটি সাফল্য দেখাতে পারছে না। আগের ম্যাচে জয় পেলেও বাংলাদেশের স্ট্রাইকাররাও গোল করায় সাফল্য দেখাতে পারছে না। সিলেটে গত খেলায় ৬১ মিনিটে দুর্দান্ত সুযোগ পান অভিষিক্ত এলিটা কিংসলে, কাজে লাগাতে পারেননি। ৮৯ মিনিটে দুর্দান্ত দুটি সুযোগ পায় বাংলাদেশ, প্রথমে এলিটা শট ঠেকিয়ে দেয় সিশেলস গোলরক্ষক। পরে সোহেল রানার শটও তিনি ঠেকান। রক্ষণ ঠিক রেখে স্কোরিংয়ে সফল হতে পারলে এ ম্যাচে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের জয় পাওয়া সম্ভব।
জুনে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুধু ড্র করেই সিরিজ জয় করতে চান না ক্যাবরেরা। বলেছেন, ‘আমাদের চাওয়াটা আরও বেশি। স্বল্পমেয়াদে নয়, সাফের জন্য এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি। আমরা সাফ নিয়ে খুবই মনোযোগী।’
এদিকে, দ্বিতীয় মাচেও বাংলাদেশের বিপক্ষে সিশেলস লড়াই করবে বলে জানিয়েছেন সফরকারী দলটির কোচ নেভিল বোথ।
‘প্রথম ম্যাচে ছেলেরা প্রত্যাশিত খেলা খেলতে পারেনি। কারণ, প্রস্তুত হওয়ার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। তবে দ্বিতীয় ম্যাচে আরও শক্তি সঞ্চার করে মাঠে ফিরবে তার দল।’
সফরকারী দলের অধিনায়ক স্তেনিও মারিয়ে বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জয়ের সুযোগ ও সামর্থ্য এখনো তাদের আছে।’