সাউথ আফ্রিকায় জন্মদিন উদযাপন করতে থাকা একদল মানুষের ওপর ২ বন্দুকধারীর গুলির ঘটনায় ৮ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
সোমবার এক বিবৃতিতে পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় দক্ষিণের বন্দর নগরী গকেবেরহায় এক বাড়ির মালিক তার জন্মদিন উদযাপন করছিলেন। এসময় দু’জন অজানা বন্দুকধারী উঠানে প্রবেশ করে এবং অতিথিদের উপর গুলি চালাতে শুরু করে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় আটজন মারা গেছেন এবং তিনজন এখনও হাসপাতালে জীবন-মৃত্যুর সাথে লড়াই করছে। নিহতদের তালিকায় বাড়ির মালিকও রয়েছেন।
এই হামলার তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ অপরাধীদের অনুসন্ধান করছে বলে তারা জানায়।
সাউথ আফ্রিকাতে গোলাগুলির ঘটনা সাধারণ বিষয়। দেশটিতে বিশ্বের সর্বোচ্চ হত্যার হারের রেকর্ড রয়েছে।