চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ঈদে চ্যানেল আই: সেরা নির্মাতা-শিল্পীদের নতুন ১৩ টেলিফিল্ম

সপ্তাহ খানেক পরেই ঈদুল আযহা। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। প্রতি বছরের মতো এবারও চ্যানেল আই ৭ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে সেরা রচয়িতা, নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১৩ টেলিফিল্ম।

টেলিফিল্মগুলোর প্রচার শুরু হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত:

ঈদের দিন
ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘অনাকাংক্ষিত বিয়ে’। রচনা নঈম ইমতিয়াজ নেয়ামুল ও মারুফ রেহমান। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ।

Bkash July

এদিন বিকেল ৪টা ১০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘প্রথম প্রথম প্রেম’। রচনা ফারিয়া হোসেন ও পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, শহীদুজ্জামান সেলিম, নাবিলা, আরশ খান প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন
ঈদের দ্বিতীয় দিনে রয়েছে টেলিফিল্ম ‘পেইং গোস্ট’। রচনা মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয় করেছেন আফরান নিশো, সাবিলা নূর প্রমুখ। দর্শক এটি দেখতে পারবেন বিকেল ২টা ৩০ মিনিটে।

Reneta June

ঈদের তৃতীয় দিন
টেলিফিল্ম ‘আমি রোকেয়া বলছি’। রচনা ও পরিচালনায় আশরাফুজ্জামান। অভিনয়ে সাবিলা নূর, মনোজ প্রামানিক প্রমুখ। দর্শক এটি দেখতে পারবেন দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিন বিকেল সাড়ে ৪টায় দেখানো হবে টেলিফিল্ম ‘বিয়ে আমি করবোই’। রচনা আশরাফুল চঞ্চল, পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার উচ্ছাস। অভিনয়ে জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, সিরাজ ইসলাম, আফরোজা আক্তার প্রমুখ।

ঈদের চতুর্থ দিন
টেলিফিল্ম ‘জটিল প্রেম’। রচনা ও পরিচালনায় নিকুল কুমার মণ্ডল। অভিনয়ে আরশ খান, রুকাইয়া জাহান চমক, ওয়াহিদ মার্শাল প্রমুখ। ২টা ৩০ মিনিটে দর্শক একটি দেখতে পারবেন।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে আরেক টেলিফিল্ম ‘নায়ক’। রচনা মাশরিকুল আলম ও পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর প্রমুখ।

ঈদের পঞ্চম দিন
এদিন ২টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘পাতার বাঁশি’। চিত্রনাট্য মুনতাহা বৃত্তা ও পরিচালনায় সাইদুর রহমান রাসেল। অভিনয়ে আরশ খান, তাসনোভা তিশা, সালাহউদ্দিন লাভলু, জয়রাজ প্রমুখ।

এদিন বিকেল ৪টা ৩০ মিনিটে দর্শক দেখতে পারবেন আরেক টেলিফিল্ম ‘মাই বিউটিফুল ওয়াইফ’। রচনা রাজিবুল ইসলাম রাজিব। পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে তামিম মৃধা, সারিকা সাবা প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন
এদিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘ঈদের সেমাই’। রচনা মারুফ হোসেন সজীব, পরিচালনায় মোহন আহমেদ। অভিনয়ে তৌসিফ, আইরিন আজাদ, অনিক, অন্ত করিম, আশরাফুল সোহাগ প্রমুখ।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দর্শক দেখতে পারবেন টেলিফিল্ম ‘মিথ্যা তুমি সত্য তুমি’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে মামনুন ইমন, রুকাইয়া জাহান চমক, ডলি জহুর, আহসান হাবিব নাসিম প্রমুখ।

ঈদের সপ্তম দিন
এদিন দুপুর ২টা ৩০ মিনিটে দর্শক দেখতে পারবেন টেলিফিল্ম ‘রুমাল ও ভালোবাসা’। রচনা ও পরিচালনায় রবিউল শিকদার। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, এ্যালেন শুভ্র, নিশাত প্রিয়ম, শিল্পী সরকার অপু প্রমুখ।

এদিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘ফুলবউ’। রচনা ও পরিচালনায় মাহমুদ দিদার। অভিনয়ে খায়রুল বাশার, সামিরা খান মাহি, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

Labaid
BSH
Bellow Post-Green View