মোরশেদ আলম: বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটাকে বিতর্কিত করে নষ্ট করে পচিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এখন পুরোপুরি মৃত। তারা বিচারপতিদের বয়স সীমা বাড়িয়ে যখন নিজেদের আজ্ঞাবহ তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে তখন তারা পুরো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেই ধ্বংস করে ফেলেছে।
তারপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশের সর্বোচ্চ আদালত ও জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। এখন সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা একেবারেই অযৌক্তিক।

শিক্ষামন্ত্রীর শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, ভাইস চেয়ারম্যান আইযুব আলী বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত সহ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।