চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নিউজিল্যান্ডে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

KSRM

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। এতে দ্বীপরাষ্ট্রটিতে সুনামির সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট দফতর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ২।

আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

Bkash July

প্রতিবেদনে প্রকাশ, আজ সোমবার ভোরে নিউজিল্যান্ডে ভূমিকম্প অনুভূত হয়। এতে কেঁপে ওঠে কের্মাডেক দ্বীপ।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে জানানো হয়েছে, এই কম্পনের উৎসস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।

Reneta June

ভূমিকম্পের ফলে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ এর ফলে আহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে আমেরিকার সুনামি সতর্কতা দফতর নিউজিল্যান্ডের এই ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করেছে।

তারা জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল দ্বীপের ১০ কিলোমিটার গভীরে হওয়ায় সমুদ্রে তার প্রভাব পড়তে চলেছে। ফলে সুনামির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দ্বীপের বাসিন্দা এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজিল্যান্ডে এই কের্মাডেক দ্বীপে গত মাসেও জোরালো ভূমিকম্প হয়েছিল। সে বার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ১।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View