চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বরুণ ও আয়ুষ্মানের চেয়ে এগিয়ে অজয়

মুক্তির ১৬ তম দিন পার করে ফেলেছে বলিউডে তুমুল জনপ্রিয়তা পাওয়া অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম’ সিনেমার সিক্যুয়াল ‘দৃশ্যম ২’। তারপরও যেন বক্স অফিস আয় কমছে না ছবিটির।

আয়ুষ্মান খুরানা অভিনীত সদ্য মুক্তি প্রাপ্ত ছবি ‘অ্যান অ্যাকশন হিরো’ ও বরুন ধাওয়ান অভিনীত ‘ভেড়িয়া’র সাথে লড়াই করেও আয়ের দিক থেকে এগিয়ে এই ছবিটি।

বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, মুক্তি পাওয়ার ১৬ তম দিনে ‘দৃশ্যম ২’ ছবিটি ৮ কোটি রূপি ব্যবসা করেছে। যা ছবিটির শুক্রবারের আয়ের তুলনায় প্রায় ১০০ শতাংশ বেশি। এদিন বড় বড় মাল্টিপ্লেক্সের তুলনায় সাধারণ হলগুলোতে বেশি ব্যবসা করেছে ছবিটি। ২০০ কোটির ক্লাবে প্রবেশ করতে যে আর বেশি সময় নেবে না তা আর বলার অপেক্ষা রাখে না।

জানা গেছে, শুধুমাত্র মুম্বাই থেকেই এই ছবি ৬৭ কোটি রুপির ব্যবসা করেছে। ফলে ধারণা করা হচ্ছে,  রবিবারের শেষেই এই ছবি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে যেতে চলেছে।

ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ছবির পরিচালক অভিষেক পাঠক জানান,  ‘হ্যাঁ, আমরা ছবিটিকে নিয়ে প্রত্যাশা করেছিলাম। ভেবেছিলাম ভালো ফল করবে। কিন্তু এটা আমাদের আশাকে তিন চার গুণ ছাপিয়ে গেছে। আমরা যা ভেবেছি তার থেকে অনেক বেশি সাড়া পাচ্ছে এই ছবি। পরিচালক হিসেবে এটা একটা দারুণ অনুভুতি। সবার থেকে আমাদের এই ছবি দারুণ ভালোবাসা পাচ্ছে।’

তিনি আরও জানান, ‘আমাদের ছবি ১৫০ কোটির গণ্ডি পেরিয়ে গেছে দেখে ভীষণই আনন্দ হচ্ছে। আসলে সব কিছুর মাঝেও আমরা বলিউডে ভালো কনটেন্টের অভাব দেখতে পাচ্ছি যা বক্স অফিসে সাড়া ফেলবে, দর্শকদের ভালো লাগবে। কিন্তু আমি ভীষণ খুশি যে দর্শকদের এই ছবিটি এত ভালো লেগেছে, সবাই হলে গিয়ে ছবিটি দেখছে। এটা যেন একটা উৎসবে পরিণত হয়েছে।’

২০১৫ সালে বলিউডে মুক্তি পায় মালায়ালাম ছবি ‘দৃশ্যম’ এর হিন্দি রিমেক। এরপর গত বছর মালায়ালাম ‘দৃশ্যম ২’ মুক্তির পর থেকেই এর হিন্দি রিমেক কবে আসছে সেই অপেক্ষায় ছিল ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার প্রহর কাটলো। একই সঙ্গে ছবিটি মুক্তির পরে দর্শকদের প্রত্যাশা পুরণে সফলও হয়েছে বলে ধারণা করছেন ফিল্ম সমালোচকরা।

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম’-এর মতো এর সিক্যুয়ালেও অজয় দেবগনের সঙ্গে দেখা গেছে টাবু, রজত কাপুর, শ্রিয়া সরণ, ঈশিতা দত্তার মতো অভিনয় শিল্পীদের। পাশাপাশি সিক্যুয়ালে নতুন সংযোজন অভিনেতা অক্ষয় খান্না। প্রথম ছবির রেশ ধরেই এগিয়ে গেছে ‘দৃশ্যম ২’ এর কাহিনি।