ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন ডা. তাসনিম জারা। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় নির্বাচন কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণ করেন।
প্রতীক গ্রহণের পর ডা. তাসনিম জারা বলেন, গত কয়েকদিন ধরে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলার সময় অনেকেই জানতে চেয়েছেন তিনি কোন প্রতীকে নির্বাচন করছেন। ব্যালট পেপারে কোন চিহ্নে তাকে খুঁজে পাওয়া যাবে—এ নিয়ে ভোটারদের কৌতূহল ছিল উল্লেখযোগ্য। আজ সেই প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া গেছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবো। বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা ও ক্যাম্পেইন কার্যক্রম শুরু হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতির লক্ষ্য সামনে রেখেই তার নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।








