চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আরেক দফা বেড়েছে ডলারের দাম

বৃহস্পতিবার ডলারের দামে আরেক দফা বেড়ে ৯৪.৪৫ টাকা দরে ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ডলারের সংকট কাটাতে নতুন গভর্নর যোগদানের পর নানা পদক্ষেপের মধ্যে এ ঘটনা ঘটলো। 

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

একদিনের ব্যবধানে টাকার মান কমলো ০.৫০ টাকা। এই নিয়ে তিন মাসের মধ্যে ১৭ দফায় বাড়ানো হলো ডলারের দাম। এই সময়ে টাকার মান কমেছে ৮ টাকা।

এর আগে গত ২৯ মে দেশে ডলারের এক রেট ৮৯ টাকা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু পরবর্তীতে এই রেট উঠিয়ে দিয়ে ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। আর বাজারের উপর ছেড়ে দেওয়ার পরই দুয়েকদিন পরপরই বাড়ছে ডলারের দাম।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার ৯৪.৪৫ টাকা দরে ব্যাংকগুলোর নিকট ৭ কোটি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এখন থেকে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হবে ৯৪.৪৫ টাকা। নিয়ম অনুযায়ী এটাই ডলারের আনুষ্ঠানিক দর।