চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেয়েদের ভলিবল-ক্রিকেট যুক্ত করে গড়াল ডিএনসিসি মেয়র কাপ

‘খেলাধুলায় যুক্ত থাকি, মাদককে দূরে রাখি’- এই প্রতিপাদ্যকে ধারণ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত মেয়র কাপ-২০২৩ দ্বিতীয় আসরের উদ্বোধন হয়ে গেল। উত্তরার চার নম্বর সেক্টর কল্যাণ সমিতি পার্ক মাঠে মেয়র আতিকুল ইসলাম ভলিবল দিয়ে আসরের সূচনা করেন। মেয়েদের ভলিবল ও ক্রিকেট ইভেন্ট যুক্ত করা হয়েছে এবার।

গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে মেয়র কাপের দ্বিতীয় আসরের ট্রফি উন্মোচন করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

ডিএনসিসি মেয়র কাপের প্রথম আসরে ক্রিকেট, ফুটবল এবং ভলিবল ইভেন্ট ছিল। এবার যুক্ত হল মেয়েদের ভলিবল ও ক্রিকেট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের ১৮টি ওয়ার্ড এতে অংশ নেবে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নারী বিভাগের সংরক্ষিত ৬ ও ১৭ ওয়ার্ড।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম বাছেক, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী।