চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কক্সবাজারে কৃষকদের সহায়তায় এফএও’র মিনি-ট্রাক বিতরণ

জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও) কক্সবাজারের ক্ষুদ্র কৃষকদের সহায়তা এবং ভূমিধস সংক্রান্ত কাজে ব্যবহারের জন্য সাতটি মিনি-ট্রাক বিতরণ করেছে।

কক্সবাজারের হোটেল ‘শৈবালে’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই ) সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে মিনি ট্রাকগুলো হস্তান্তর করা হয়।

জানা যায়, এফএও কৃষকদের বাজারের সাথে সরাসরি সংযুক্ত করতে কক্সবাজারে ২০টি কেন্দ্র নির্মাণ করেছে। প্রতিটি কেন্দ্রে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে ন্যায্যমূল্য পেয়ে থাকে। এরমধ্যে পাঁচটি কেন্দ্রের জন্য ৫টি মিনি-ট্রাক দেয়া হয়। মিনি-ট্রাক, কেন্দ্রগুলোকে প্রতিদিন কৃষকদের পণ্য সংগ্রহ ও বিতরণ করতে সহায়তা করবে।

এছাড়াও, মানবিক সহায়তার জন্য ইউএসএআইডি ব্যুরোর আর্থিক সহযোগিতায়, এফএও ভূমিধসের কাজে সহায়তা করার জন্য দুটি মিনি-ট্রাক হস্তান্তর করেছে। একটি বন বিভাগে এবং একটি ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিকে’ (সিপিপি)।

এই বিষয়ে বাংলাদেশে এফএও’র প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন বলেন, কৃষকরা তাদের পণ্যগুলি মাঠ থেকে বাজারে নিয়ে যাওয়ার জন্য পরিবহনের উপর নির্ভরশীল এবং তাদের পণ্য যত দ্রুত গন্তব্যে পৌঁছায় খরচ তত কম হয় এবং লাভ বেশি হয়। এই মিনি-ট্রাকগুলি কেন্দ্রগুলোকে আরও শক্তিশালী করে তুলবে।

মিনি-ট্রাকগুলোর মধ্যে নেদারল্যান্ডস এবং কানাডা দুটি করে ট্রাক এবং ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’ একটি ট্রাক প্রদান করেছে।

অনুষ্ঠানে এসময় অতিথিদের মধ্যে ছিলেন  ডিএই’র ডেপুটি ডিরেক্টর জনাব কবির হোসেন, জেলা মার্কেটিং অফিসার শাহজাহান,  উপজেলা কৃষি কর্মকর্তা, মোহাম্মদ নূর সিদ্দিক, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুজ্জামান সাইদ, ব্যবস্থাপনা পরিচালক এবং ই-ফার্মার বাংলাদেশ লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা বিমল চন্দ্র সরকার প্রমুখ।