রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন, কোম্পানিগুলো ইচ্ছা অনুযায়ী নানা অজুহাতে পর্যাপ্ত পণ্য সরবরাহ না করায় তাদের কিছুই করার থাকে না। এলসি খোলায় জটিলতার কারণে রমজানে পণ্য সরবরাহে সমস্যা হতে পারে বলা হলেও ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের দাবি, এরই মধ্যেই রমজানের প্রয়োজনীয় পণ্যের বেশিরভাগ চলে এসেছে।